প্রথম পুরুষ - কিশোর পাশা ইমন Prothom Purush pdf - Kishor Pasha Emon

১। আইসোলেশন ০১-২৯
আপনাকে দেওয়া হবে তিরাশি কোটি টাকা। শর্ত একটাই, থাকতে হবে নির্জন এক দ্বীপে, তিন বছর কারও সঙ্গে কথা বলতে পারবেন না। আপনাকে দেওয়া হবে না মোবাইলফোন কিংবা ইন্টারনেট। একটা ভালো দিক হলো, সঙ্গে নিতে পারবেন প্রেমিকাকেও। তিরাশি কোটি টাকার জন্য আপনি কি পারবেন এমন এক দ্বীপে তৃতীয় কোনও মানুষ ছাড়া তিনটি বছর টিকে থাকতে? রিশান তেমনটাই মনে করেছিলো। তারপর এলো অদ্ভুত সেই মনস্তাত্ত্বিক টানপোড়ন। পরিণতিটা চমকে দিলো এমনকী গবেষক পিটার ক্যারিকেও!

২। হোয়াই ডু দে ডু ইট
লিয়ন সব সময় মনে করেছিলো, যারা প্রেমে ব্যর্থ হয়ে জীবনটা নষ্ট করে তারা 'লুজারস'। সে কখনোই বুঝে উঠতে পারেনি এসব অর্থহীন কাজ একজন মানুষ কেন করবে। আসলেই তো... হোয়াই ডু দে ডু ইট? নিজের জীবনে যখন নেমে এলো ভয়ঙ্কর প্রেম, টের পেলো হাড়ে হাড়ে।

৩। প্রথম পুরুষ
জনপ্রিয় তরুণ পরিচালক, তিনজনকে আমন্ত্রণপত্র দিয়ে এনেছেন একটা বদ্ধ ঘরে। টেবিলে রাখলেন একটা গুলিভর্তি পিস্তল। এই মুহূর্তে তিনি একটা বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। একটা খুন করবেন তিনি, তবে এখনও জানেন না খুনটা কাকে করবেন।
পাঠক, কাওকে ঘৃণা করেন আপনি? আপনার জীবনে ঘৃণার সংজ্ঞাটাই ওলোটপালোট হয়ে যাবে এই মনস্তাত্ত্বিক গল্পটি পড়লে।

৪। দেয়ার ইজ নো সেকেন্ড চান্স
নিজে যেটা করতে পারিনি সেটা অন্য কাওকে করতে সাহায্য করার চেষ্টা করি আমরা। সন্তানকে বাবা-মা তা-ই বানাতে চান যেটা তিনি হতে চেয়েছিলেন কিন্তু পারেননি। এগুলোর মধ্য দিয়ে আমরা কী খুঁজে বেড়াচ্ছি না দ্বিতীয় একটা সুযোগ? আদৌ দ্বিতীয় কোনও সুযোগ পাওয়ার অধিকার বা সুযোগ কী আমাদের আছে?
বন্ধুর সদ্য বিয়ে হয়ে যাওয়া গার্লফ্রেন্ডকে উদ্ধার করতে গিয়ে ড্রাগ রিলেটেড ঝামেলায় জড়িয়ে পড়লো হাসান। তিন মাথাগরম ছোকরার সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ার পর বুঝতে পারলো, ফিরে আসার সুযোগ নেই! জয়ার হাতে হাত ধরে পালিয়ে বেড়াতে থাকলো ও, পেছনে লেগে আছে অজ্ঞাত আততায়ী।

৫। ফেইস
আইন মেনে চলা সৎ নাগরিকরা ততোক্ষণই সৎ যতোক্ষণ তার নেই ক্ষমতা। আমার আপনার মতো সাধারণ একজন মানুষ যখন অঢেল ক্ষমতা আর টাকার মালিক হয়ে যায়, কোন ধরণের দানবে পরিণত হয় সে? সেটাই দেখালো ট্রফেইস কার্ড। সাদাসিধে একজন ডাক্তার, এক সন্ধ্যার ব্যবধানে পাল্টে গেলেন ভিন্ন এক মানুষে। ক্ষমতার শীর্ষে যারা আছেন তারাও এককালে ছিলেন সাধারণ, এরা কেন দানব হয়ে ওঠেন তা পাঠক অনেকাংশেই হয়তো বুঝতে পারবেন গল্পটি পড়ে।

No comments

Theme images by Jason Morrow. Powered by Blogger.